Header Ads

‘তিন তালাক দিলে স্বামীর তিন বছরের জেল’

‘তিন তালাক দিলে স্বামীর তিন বছরের জেল’


ভারতে এক নতুন আইনের খসড়া তৈরি করা হচ্ছে যাতে 'তিন তালাকের' মাধ্যমে বিয়ে বিচ্ছেদের চেষ্টার জন্য জন্য স্বামীকে তিন বছরের সাজার প্রস্তাব করা হচ্ছে। 'তিন তালাক' বা তাৎক্ষণিক তালাকের এই প্রথার প্রচলন আছে মুসলিমদের মধ্যে। এতে স্বামী মুখে তিনবার 'তালাক' শব্দটি উচ্চারণ করেই বা ইমেল বা টেক্সট মেসেজে লিখে পাঠিয়েই স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙ্গে ফেলতে পারে।গত অগাস্টে ভারতের সুপ্রিম কোর্ট এই তিন তালাক প্রথাকে অবৈধ ঘোষণা করে। কিন্তু কর্মকর্তারা বলছেন, তা সত্ত্বেও 'তিন তালাক' বন্ধ হয়নি। তাই ভারতে এখন এমন এক আইনের প্রস্তাব করা হচ্ছে যাতে তিন তালাকের জন্য স্বামীর...বিস্তারিত>>

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.