Header Ads

শিশুর যৌন নিগ্রহে গ্রেপ্তার ২ শিক্ষক

শিশুর যৌন নিগ্রহে গ্রেপ্তার ২ শিক্ষক



জানা গেছে, শিশুদের ওপর যৌন নিগ্রহ মোকাবিলা আইন বা পকসো আইনে অভিযুক্ত দুই পিটি শিক্ষক অভিষেক রায় ও মহম্মদ মফিজুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহষ্পতিবার রাতে যাদবপুর থানায় স্কুলের পিটি শিক্ষকের বিরুদ্ধে শিশুটির উপর শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ দায়ের করেন পরিবার। 
কিন্তু শুক্রবার তদন্তেÍ পুলিশ জানতে পারে, শিশুটির ওপর একজন নয়, দুজন মিলে অত্যাচার চালিয়েছে। বৃহষ্পতিবার স্কুল ছুটির পর বাড়ি ফিরে মায়ের কাছে ভয়ঙ্কর ঘটনার কথা জানায় আতঙ্কিত শিশু। এরপরই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান বাবা-মা। 
শিশুটির উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে জানান চিকিৎসক। পরে শিশুটিকে এসএসকেএমের স্ত্রী রোগ বিভাগে ...বিস্তারিত>>

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.