Header Ads

একযুগ পর বাবা-মাকে খুঁজে পেল ছালমা

একযুগ পর বাবা-মাকে খুঁজে পেল ছালমা


পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা : রংপুরের পীরগঞ্জে দীর্ঘ একযুগ পর বাবা-মাকে খুঁজে পেয়েছে ঢাকা থেকে হারিয়ে যাওয়া ছালমা খাতুন (১৯)। সে উপজেলার মদনখালী ইউনিয়নের খয়েরবাড়ী শ্যামপুর গ্রামের সাহাদৎ হোসেনের ছোট মেয়ে । জানা গেছে, গত ২০০৭ সালের কোনো এক সময়ে সংসারে অভাব-অনটনের কারণে মাত্র সাত বছর বয়সে ছালমাকে তার বড়ভাই সাইফুল ইসলাম ও নিকটাত্মীয় রাসেদুজ্জামান তাদের পূর্বপরিচিত ঢাকার উত্তরার ব্যবসায়ী বাসা-৭২, রোড-২.১ সেক্টর ১২ জামান সাহেবের বাসায় কাজের জন্য রেখে আসেন। সেখানে সে ২০০৯ সাল পর্যন্ত তিন বছর কাজ করে। ওই বছরের ১৪ আগস্ট সকাল ১০টায় সালমা খাতুন উত্তরার জামান সাহেবের বাসা থেকে নিরুদ্দেশ হয়। এরপর টানা ৯ বছর পর ২০১৭ সালের ২১ অক্টোবর অনেকটা নাটকীয়ভাবে তার বাবা-মা’র কাছে ফিরে আসে। এ ব্যাপারে ছালমা খাতুন ও তার বাবা-মার সাথে কথা হলে তারা জানায়, ঢাকা উত্তরার ব্যবসায়ী জামান সাহেবের বাসায় কাজ করার সময় তারা ছালমাকে প্রায়ই মারপিট করত, ঠিকমতো খেতে দিত না, এমনকি গ্রামের বাড়িতেও যেতে দিত না। তার বাবা-মা দেখা করতে গেলে তাদের সামনে একাকী কথা বলতে দিত না। এভাবে দীর্ঘ দিন শারিরীক নির্যাতনে অতিষ্ট হয়ে গত ২০০৯ সালের ১৪ আগস্ট সকাল ১০টায় বাসার দারোয়ানের সহযোগিতায় ছালমা জামান সাহেবের বাসা থেকে পালিয়ে যায়।বিষয়টি জামান সাহেব সালমার পরিবারকে জানানোর পর তারা ঢাকায় গিয়ে ছালমাকে অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে তার বড়ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে উত্তরা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার জিডি নং-৭৯৪ তারিখ ১২ ডিসেম্বর ২০০৯। ছালমা আরো জানায়, উত্তরার বাসা থেকে পালানোর পর সে ভুলক্রমে টঙ্গী বাজারে চলে যায় ও কান্নাকাটি করতে থাকে। তখন তার বয়স মাত্র ৯ বছর। পথচারী ও স্থানীয় লোকজন তার নামপরিচয় জানতে চাইলে সে শুধু নাম ছালমা, বাবার নাম সাহাদৎ, মায়ের নাম ছানোয়ারা ও বাড়ি রংপুরের শ্যামপুর ছাড়া..বিস্তারিত>>

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.