Header Ads

নেতানিয়াহুর সাথে সৌদি ‍প্রিন্স কি বৈঠক করলেন ? জানলে অবাক হয়ে যাবেন

 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে এক গোপন বৈঠকের জন্য সউদী আরব গিয়েছেন। সোমবার ইসরাইলের সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এখন থেকে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া খু্বই সহজ  বিস্তারিত ➤ ➤ ➤ ➤ 



ইসরাইলের বার্তা সংস্থা কেএএন-এর সূত্রে রয়টার্স জানায়, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু রোববার গোপনে সউদী আরব সফর করেন এবং যুবরাজ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সঙ্গে সাক্ষাত করেন।’ ইয়াদিয়াত সংবাদ মাধ্যমের সূত্রে আল জাজিরা নেট জানায়, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বহির্বিশ্বের কাজে ব্যবহৃত একটি বিমান রোববার বেনগুরিয়েন বিমানবন্দর থেকে সউদী আরবের উপকূলীয় নিওম অঞ্চলের বিমান্দরে অবতরণ করে। এরপর সেখানে পাঁচ ঘণ্টা অবস্থান করে পুনরায় ইসরায়েল ফিরে আসে।’ সংবাদ মাধ্যমে আরো বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সঙ্গে সউদী পররাষ্ট্রমন্ত্রী ফয়সালের বৈঠককালে ইসরায়েল থেকে বিমানটি এসে পৌঁছে। ওয়ালা সংবাদ মাধ্যমে বলা হয়, গোপন সফরে নেতানিয়াহুর সঙ্গে ছিলেন মোসাদের প্রধান ইউসি কোহেন।

তবে সউদী কর্মকর্তারা এবং নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র: ইনকিলাব

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.