Header Ads

বিফলে যেতে চলেছে দীর্ঘ গবেষণা? মাত্র ৭০ শতাংশ কার্যকরী অক্সফোর্ডের করোনা টিকা?


ভ্যাকসিন গবেষণায় রোজই নতুন নতুন সুখবর শোনাচ্ছে বিশ্বের একাধিক সংস্থা। তারই মাঝে আগামী বছরের শুরুতেই ভারতে করোনা টিকার দেখা মিলতে চলেছে বলেও জানায় সিরাম ইন্সস্টিটিউট।
এখন থেকে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া খু্বই সহজ  বিস্তারিত ➤ ➤ ➤ ➤ 

 তারা যে সংস্থার হয়ে এই করোনা টিকা তৈরি করছে সেই অক্সফোর্ডের গলাতেই হতাশার সুর। প্রশ্ন উঠছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিয়ে। 



প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই অক্সফোর্ড জানিয়েছিল বয়ষ্কদের শরীরের করোনা প্রতিরোধে রীতিমতো বড়সড় ছাপ ফেলছে এই করোনা টিকা। কিন্তু এবার অন্তিম পর্বের ট্রায়াল চলার সময়েই দেখা যাচ্ছে মানবদেহে মাত্র ৭০ শতাংশ কার্যকরী অক্সফোর্ডের এই করোনা টিকা। এদিন একথা জানান অ্যাস্ট্রার প্রধান নির্বাহী পাস্কাল সরিওট ।



No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.