ভিআইপি প্রতারক সাহেদ কোথায়?

বেসরকারি টিভিগুলোর বদৌলতে হঠাৎ বুদ্ধিজীবী মো. সাহেদ এখন টক অব দ্য কান্ট্রি। তার প্রতারণামূলক বুদ্ধির খেলায় মন্ত্রী-এমপি, রাজনীতিক, আমলা, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী সবাই কুপোকাত। ছবি দেখে সবাই কিংকর্তব্যবিমূঢ়। মোটাগাটা সাহেদ দামি গাড়িতে টকশোতে যেতেন। পাহারায় থাকতো অস্ত্রসহ ৩ বডিগার্ড। ওয়ারল্যাস সেট; প্রায়ই গাড়িতে ভিআইপি ফ্ল্যাগ স্ট্যান্ড দেখা যেত। উঠাবসা করতেন ভিভিআইপিদের সঙ্গে। করোনা বাণিজ্যের রক্তচোষা ভিআইপি প্রতারক সাহেদকে র্যাব-পুলিশ খুঁজছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় বইছে। সবার প্রশ্ন ভিআইপি প্রতারক সাহেদ কোথায়? আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই প্রতারক ১৯৮২ সালের কালিগঞ্জের ইমদুর মতো এখন কোন ‘কাশেম চৌধুরীর’ সেল্টারে রয়েছেন কে জানে?
করোনার মধ্যে মানুষের জীবন নিয়ে ‘মরণবাণিজ্য’ করা রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। গত বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে ইমিগ্রেশন বিভাগকে এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে। ক্ষমতাসীন দলের লোক পরিচয়ে বহুমুখী ভিআইপি প্রতারক সাহেদ অনেক বছর ধরে প্রতারণা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। হালে টিভি টকশোর মাধ্যমে বুদ্ধিজীবী পরিচিতি পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর বিতর্ক চলছে। সত্যিই সেকি বুদ্ধিজীবী! ক্ষমতাসীন আওয়ামী লীগের এতোগুলো নেতা, মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ীকে ‘বুদ্ধির জোরে’ বোকা বানিয়ে প্রতারণা বাণিজ্য চালিয়েছেন? ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা মুখে যাই বলুক না কেন ঐতিহ্যবাহী দলটিকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন।
No comments