Header Ads

৩মাস পর খুলছে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্র : সিলেটে উৎফুল্লভাব

প্রায় সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ব্রিটিশ ভিসা সেবা বাংলাদেশে। এ খবরে উৎফুল্লভাবে সিলেটে যুক্তরাজ্য গমনে ইচ্ছুকরা। পাশাপাশি নড়েচড়ে উঠেছে ভিসা প্রসেসিং ফার্মগুলো। আগামী রবিবার (১২ জুলাই) থেকে খোলা হবে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলো। করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ হয়েছিল বাংলাদেশে। আউটসোর্সিং প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল সূত্র জানায়, আগামী রবিবার থেকে পর্যায়ক্রমে তাদের ব্রিটিশ ভিসা ও ইমিগ্রেশন কার্যক্রম শুরু করছে। ইতিপূর্বে নির্ধারিত তারিখে যারা ভিসা আবেদন জমা দেওয়ার জন্য উপস্থিত হতে পারেননি তারা নতুন অ্যাপয়েনমেন্টের জন্য অ্যাকাউন্ট লগইন করতে পারেন তাদের। আর যারা অতীতে ভিসা আবেদন সম্পন্ন করেও ভিসা আবেদন কেন্দ্রের জন্য অ্যাপয়েনমেন্ট নেননি তারা বুধবার থেকে সুযোগ পাচ্ছেন অ্যাপয়েনমেন্ট নেওয়ার। এছাড়া ভিএফএস গ্লোবাল জানিয়েছে, গ্রাহকদের সুরক্ষাই তাদের অগ্রাধিকার। এ কারণে গ্রাহকদের শরীরের তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হতে পারে। বিশ্বব্যাপী বিধি নিষেধের কারণে এখন অগ্রাধিকারমূলক কোন সেবা দেওয়া সম্ভব হবে না। ভিএফএস গ্লোবাল ব্রিটিশ ভিসার জন্য আবেদনকারীদের আবেদন কেন্দ্রে দ্বিতীয় বার (পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য) আসার বিকল্প হিসেবে উৎসাহিত করছে কুরিয়ার সেবা নিতে।See More...

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.