বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মীর আগাম জামিন
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানো ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় করা পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা–কর্মীর আগাম জামিন বহাল রয়েছে।
তাঁদের আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বিভাগ আজ বৃহস্পতিবার আবেদনগুলো খারিজ করে আদেশ দেন।
কি ধরণের মাইক্রোফোন কিনবেন ভেবে পাচ্ছেন না?
গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়। পুলিশের তথ্য অনুযায়ী, সেদিন দুপুরের পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১১টি বাস পোড়ানো হয়। এসব ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা হয়। পৃথক এসব মামলায় আগাম জামিন চেয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হাইকোর্টে পৃথক আগাম জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে ১৮ নভেম্বর হাইকোর্ট পৃথক মামলায় শতাধিক নেতা-কর্মীর আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
ইউটিউব ভিডিও তৈরি করবেন, লাইটিং নিয়ে ভাবছেন? আর নয় ভাবনা...
আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে, যা চেম্বার আদালত হয়ে আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ এবং নেতা-কর্মীদের পক্ষে আইনজীবী নিতাই রায় চৌধুরী ও রুহুল কুদ্দুস শুনানিতে ছিলেন।
আইনজীবীদের তথ্যমতে, ৭টি আবেদন খারিজ হওয়ায় ৫৮ নেতা-কর্মীর আগাম জামিন বহাল রয়েছে। তাঁদের মধ্যে যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন রয়েছেন
No comments