Header Ads

বিলিন হয়ে যাচ্ছে শ্রীমঙ্গলের ইসলামী খেদমতের ইতিহাস ঐতিহ্য

বিলিন হয়ে যাচ্ছে শ্রীমঙ্গলের ইসলামী খেদমতের ইতিহাস ঐতিহ্য


শাহ্ মোঃ আব্দুল আজিম

ষ্টাপ রিপোর্টার





শ্রীমঙ্গল উপজেলা এক সময় ছিল ইসলামী আন্দোলনের শস্য ক্ষেত্র। এই আন্দোলনের বীর দর্পের মত যারা জান, মাল, ত্যাগ সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। তাদের অনেকেই আজ এই দুনিয়া ছেড়ে মাওলার সান্নিধ্যে পরপারে পাড়ি জমিয়েছেন। গোটা কয়েকজন বীর সিপাহ সালার আমাদের মধ্যে জিবীত রয়েছেন। একে একে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রঃ) অন্যতম খলিফা, ক্বারী কুরবান উদ্দিন (রঃ), ক্বারী আব্দুর রহিম (রঃ), ক্বারী আলী আকবর (রঃ)। যারা ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ইসলামী খেদমতের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র। যারা জীবনের অন্তিম মুহুর্ত পর্যন্ত পবিত্র কালামে পাকের খেদমত সহ বিভিন্ন খেদমত আঞ্জাম দিয়েছিলেন।ইসলামী আন্দোলনের অগ্রনায়ক, সিপাহ সালার এর মধ্যে.....Read more


No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.