Header Ads

ক্বলব থাকে কোথায়?

 


নিচের ছবিটি দেখে কি ভাবছেন উনি ব্যাকপ্যাকে করে হয়তো কিছু বহন করছেন। হ্যা উনি অনেক মূল্যবান একটি জিনিস বহন করছেন তা হলো- তার হার্ট।
#এই মহিলার নাম সেলওয়া হুসেন। তার বয়স ৩৯ বছর। তার ২ টি বাচ্চা রয়েছে। তিন বছর আগে তার হার্টের অপারেশন হয়৷ অস্ত্রোপাচারে তার দোষযুক্ত হার্টের পরিবর্তে একটি কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করা হয়। এই কৃত্রিম হার্ট তিনি তার ব্যাকপ্যাকে বহন করেন সবসময়।
#তার হার্টকে সচল রাখতে রয়েছে ২ সেট ব্যাটারি এবং একটি মোটর, যা তার শরীরে রক্ত পাম্প করে। ব্যাকপ্যাক থেকে উদ্ভুত ২টি প্লাস্টিক পাইপ তার পেটের বোতামের মাধ্যমে তার শরীরে প্রবেশ করানো।
#এখন বলুন আপনার জীবন কি তার থেকেও কঠিন?
জীবনকে অন্য কারো জীবনের সাথে তুলনা করুন যারা আমাদের থেকে খারাপ আছে। তাহলে নিজেকে অনেক সুখি মনে হবে।
#প্রিয় পাঠক,
অনেক আলেম বলেছেন- ক্বলব থাকে বুকের বাম স্তনের ২ইঞ্চি নীচে। সেটি পরিবর্তন হলে জ্ঞান-বুদ্ধি পরিবর্তন হয়।

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.