Header Ads

জার্মানিতে ‘মাতাল চালকের’ গাড়িচাপায় ৫ পথচারী নিহত

প্রাণ হারালেন ৫জন পথচারী




জার্মানির ত্রিয়ার শহরে এক মাতাল চালক পথচারীদের ওপর গাড়ি তুলে দিলে শিশুসহ পাঁচজন মারা গেছেন। পুলিশ ৫১ বছর বয়সী ওই মাতাল চালককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এটি কোনো ধর্মীয় উগ্রবাদ বা সন্ত্রাসী ঘটনা নয়, এটি একটি দুর্ঘটনা। অবশ্য শহরটির মেয়র পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার এ ঘটনাকে ভয়ঙ্কর হিসেবে উল্লেখ করেছেন। পুলিশের মুখপাত্র কার্ম পিটার জোচেম জানান, স্থানীয় সময় মঙ্গলবার বেলা পৌনে ২টায় মাতাল ওই চালক পথচারীদের হাঁটার রাস্তার ওপর দিয়ে প্রায় এক কিলোমিটার পথ গাড়ি চালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে থামায় এবং গ্রেফতার করে। নিহতদের মধ্যে আছেন ২৫, ৫২ ও ৭০ বছরের তিন নারী এবং পৌনে দুই মাসের মেয়ে শিশু ও তার বাবা (৪৫)। শিশুটির মা ও এক বছর বয়সী ভাইকে...

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.