Header Ads

বাহুবলে অবৈধ করাত কল বন্ধ করে যন্ত্রাংশ জব্দ

 




বাহুবলে লাইসেন্স না থাকায় পাঁচটি করাত কলের যন্ত্রাংশ জব্দ করেছে প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃস্টফার হিমেল রিছিল গতকাল বৃহস্পতিবার দিগাম্বর বাজার, ডুবাঐ বাজার ও চলিতাতলা মোড়ে অভিযান চালিয়ে  

অবৈধ ৫টি করাত কলের যন্ত্রাংশ জব্দ করেন। তখন বন সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্বরত কয়েকজন উপস্থিত ছিলেন।




শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা জানান, বাহুবল উপজেলার হাজিমাদাম গ্রামের হাবিবুর রহমান বিলাত, ডুবাঐ এলাকার আজিজুর রহমান, বাহুবল গ্রামের নূরুল হক চৌধুরী, চলিতাতলার জসিম ও নূরুল হুদা চৌধুরী শাহীনের অবৈধ করাতকলে বন বিভাগ অভিযান চালায়। এ অভিযানকালে করাত কলগুলোর বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে বন আইনে মামলা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃস্টফার হিমেল রিছিল দৈনিক খোয়াইকে জানিয়েছেন, অভিযানের সময় লাইসেন্সবিহীন করাতকলের মালিকরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা দায়ের করতে বন বিভাগকে বলে দেয়া হয়েছে। ভবিষ্যতেও যদি তারা লাইসেন্স ছাড়া ব্যবসা করে তাহলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: দৈনিক খোয়াই।

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.