সিলেটে ১৪ রোহিঙ্গা সহ ২ মানব পাচারকারীকে আটক করেছে র্যাব
দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন অ্যাকশন (র্যাব)-৯ সিলেট। আজ রোববার ভোর সাড়ে ৬টায় দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশীদ চত্বর থেকে আটক করা হয় তাদের। র্যাব-৯ এর এএসপি এ কে এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রের ভিত্তিতে পাওয়া খবরের ভিত্তিতে রোববার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়। মানবপাচারকারীরা হচ্ছে,
ইউটিউব ভিডিও তৈরি করবেন, লাইটিং নিয়ে ভাবছেন? আর নয় ভাবনা...
সিলেট কানাইঘাটের ডোনা গ্রামের মৃত রিয়াজ মিয়ার পূত্র সেলিম আহমেদ (৩০) ও কুতুপালং ক্যাম্প ০৪ উখিয়ার হামিদের পূত্র ক সাদেক (২৫)। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ইন্ডিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৪টি আইডি কার্ড। আটক রোহিঙ্গাদের পুরুষ ০৪ ,নারী ০৩ ও শিশু ০৭ জন। এএসপি কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে রোহিঙ্গাদের পাচারের উদেশ্যে তারা এখানে এনেছে এবং পরবর্তীতে ভুয়া কাগজপত্র তৈরী করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে। রোহিঙ্গাদের থেকে বেশ কয়েকটি আইডিকার্ড পাওয়া গেছে যা ইউএনএইচসিআর এর প্রদত্ত। আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় রোহিঙ্গাদের হস্তান্তর প্রক্রিয়া চলছে।
No comments