Header Ads

জেনে নিন কি নিয়ে আলোচনায় বসবেন বরিস জনসন এবং ইইউর প্রধান

 

ব্রেক্সিট বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসবেন বরিস জনসন এবং ইইউর প্রধান

 ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি এখন অচলাবস্থায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন আজ শনিবার ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে অচলাবস্থা ভাঙার চেষ্টা করবেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ ‘ব্রেক্সিট’ নামে পরিচিত।

এক সপ্তাহের নিবিড় আলোচনার পরও ‘উল্লেখযোগ্য ভিন্নতা’ থাকার কারণে উভয় পক্ষের আলোচকেরা আলোচনার জন্য দুই নেতাকে আহ্বান জানান।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য বিধিমালা মানবে। তাই চুক্তি করার জন্য সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

ইউটিউবিং করতে চাচ্ছেন? 

কি ধরণের মাইক্রোফোন কিনবেন ভেবে পাচ্ছেন না? বেস্ট অফারে অরিজিনাল মাইক্রোফোন কিনুন। সাথে পাচ্ছেন ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এবং হোম ডেলিভারি। আপনার পছন্দে Microphone সম্পর্কে বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন। আমাদের আরও কালেকশন দেখতে ছবিতে ক্লিক করুন>>>>>


ব্রেক্সিট নিয়ে বেশির ভাগ চুক্তি সম্পন্ন হয়েছে, তবে মূল কিছু বিষয় রয়ে গেছে। এর মধ্যে রয়েছে মৎস্য আহরণ, ব্যবসায়ের জন্য রাষ্ট্রীয় ভর্তুকি পরিচালনা করার নিয়ম এবং কীভাবে চুক্তিটি কার্যকর করা হবে, সে বিষয়গুলোর সমাধান হয়নি।

টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের পক্ষের এক আলোচক বলেছেন, চুক্তি নিয়ে এ সপ্তাহের শুরুতে ইতিবাচক দিক দেখা গিয়েছিল। তবে ইউরোপীয় ইউনিয়নের মাছ ধরার ট্রলারগুলোকে ১০ বছর যুক্তরাজ্যের জলসীমায় থাকতে দেওয়ার দাবিটি পথ বদলে দিয়েছে।

ফ্রান্সের ইউরোপবিষয়ক মন্ত্রী বলেছেন, তাঁরা চুক্তিতে সন্তুষ্ট না হলে ভেটো দেবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ তাঁর দেশের মৎস্যশিল্প যাতে ব্রিটিশ জলসীমায় যথাযথ সুযোগ পায়, তা নিশ্চিত করতে চান।

আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, একটি বাণিজ্য চুক্তিতে একমত হওয়ার ব্যাপারে তিনি দৃড়ভাবে আশাবাদী।

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.