Header Ads

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ইটের নিচে লুকিয়ে কাঠ পাচার

 



কক্সবাজার উত্তর বনবিভাগের বিশেষ টহল টিমের সদস্যরা রোববার (২৯ নভেম্বর) দিনগত মধ্যরাতে এ অভিযান চালান বলে জানান উত্তর বনবিভাগের বিশেষ টিমের ইনচার্জ একেএম আতা এলাহী। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বন কর্মকর্তা আতা এলাহী জানান, শীতের আবহ শুরুর পর থেকে বিভিন্ন এলাকা থেকে মূল্যবান কাঠের গুঁড়ি ও চেরাই তক্তা পাচারের প্রচেষ্টা চালাচ্ছে গাছ চোর সিন্ডিকেট। ইতোমধ্যে অভিযান চালিয়ে বেশ কিছু চেরাই কাঠ জব্দ করা হয়েছে।

বেস্ট অফারে অরিজিনাল মাইক্রোফোন কিনুন। সাথে পাচ্ছেন ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এবং হোম ডেলিভারি। আপনার পছন্দে Microphone সম্পর্কে বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন। আমাদের আরও কালেকশন দেখতে ছবিতে ক্লিক করুন>>>>>



সড়কে বনবিভাগের নজরদারি বাড়ায় পাচারের কৌশল পাল্টাচ্ছে কাঠচোর সিন্ডিকেট। ইট পরিবহনের বেশ ধরে রোববার রাতেও বেশ কিছু চেরাই কাঠ পাচারের খবর পেয়ে অভিযানে নামে বিশেষ টহল দল।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তহিদুল ইসলামের নির্দেশনায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস এলাকায় অভিযান চালিয়ে উপরে ইট ও নিচে কাঠভর্তি একটি ট্রাক (চট্ট মেট্রো-ড ১১ -২৩২১) জব্দ করা হয়। অভিযান টিমের উপস্থিতি টের পেয়ে চালক ও পাচারকারীরা গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে পালিয়ে যান।

জব্দ গাড়িতে প্রায় ২৫০ ঘনফুট অবৈধ বিবিধ চেরাই কাঠ মিলেছে। যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত কাঠভর্তি ডজনাধিক পিকআপ জব্দ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।









No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.