ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ। ফাইল ছবি সংগৃহীত
বর্তমানে হরিয়ানার একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রবিবার (২ আগস্ট) এক টুইট বার্তায় এ তথ্য জানান তিনি নিজেই। বর্তমানে তিনি দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি আছেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
টুইট বার্তায় তিনি বলেন, “করোনাভাইরাসের উপসর্গ দেখা যাওয়ায় আমি পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তবে ডাক্তারদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হচ্ছি। আপনাদের মধ্যে যারা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেটেড রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।” See More....
No comments