Header Ads

মোবাইল ফোনের মাধ্যমে যৌন হয়রানির শিকার ১০ জনের মধ্যে ৮ মহিলা

 

মোবাইল ফোনের মাধ্যমে প্রতিদিন দেশে ১০ জনের মধ্যে আটজন মহিলা যৌন হয়রানির শিকার হচ্ছেন। কল, এসএমএস সহ বিভিন্ন উপায়ে হয়রান করা হচ্ছে তাঁদের। পাঠানো হচ্ছে কুরুচিকর ছবি, ভিডিও। এমনই চাঞ্চল্যকর একটি রিপোর্ট প্রকাশ্যে আনল কলার আইডেন্টিটি প্রদানকারী সংস্থা ট্রুকলার। গতকাল বিশ্বব্যাপী স্প্যাম কল নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি। সেখানেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তবে দেশে স্প্যাম কলের হার গত বছরের তুলনায় ৩৪ শতাংশ কমেছে। তার জেরে ফোন ইউটিউব ভিডিও তৈরি করবেন, লাইটিং নিয়ে ভাবছেন? আর নয় ভাবনা...

বেস্ট অফারে অরিজিনাল লাইট ষ্ট্যান্ড কিনুন। সাথে পাচ্ছেন ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এবং হোম ডেলিভারি। আপনার পছন্দে লাইট ষ্ট্যান্ড সম্পর্কে বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন। আমাদের আরও কালেকশন দেখতে ছবিতে ক্লিক করুন>>>>>

স্প্যামিংয়ের নিরিখে প্রথম ১০টি দেশের তালিকার নবম স্থানে রয়েছে ভারতের নাম। গত বছর এই তালিকার পঞ্চম স্থানে ছিল ভারত। অন্যদিকে, গত বছরের মতো এবছরও স্প্যামিংয়ের শীর্ষে ব্রাজিলই। ট্রুকলারের রিপোর্ট অনুযায়ী, মোট স্প্যাম কলের ৯৮.৫ শতাংশই দেশীয় নম্বর থেকে করা। লকডাউনের সময় যা অনেকটাই কম ছিল বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। লকডাউনের প্রথম তিন মাসে ভারতীয়দের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে জরুরি নম্বর ডায়াল করার সংখ্যা। শতাংশের বিচারে যা ১৪৮ শতাংশ।

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.